আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘দলের ভেতর প্রতিহিংসার রাজনীতি ঢুকে গেছে। এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলতে পারব।’
আজ মঙ্গলবার বিকেলে নিজ উপজেলা চাঁদপুরের মতলব উত্তরে তাঁকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ কথা বলেন। তিনি সম্প্রতি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ায় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তাঁকে এই গণসংবর্ধনা দেওয়া হয়। উপজেলার ছেংগারচর মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারী।
অনুষ্ঠানে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন আমাকে যে দায়িত্ব দিয়েছেন, নিষ্ঠার সঙ্গে আমি তা পালন করেছি। কখনো দলের সঙ্গে চুল পরিমাণ বেইমানি করি নাই। আজ দলের স্বার্থে আমি সবকিছু ভুলে গেছি। এ জন্য আসুন হিংসার রাজনীতি পরিহার করে সব ভেদাভেদ ভুলে গিয়ে মতলবকে সিঙ্গাপুর বানাই।’
সম্প্রতি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ায় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে এই গণসংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রব ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন দীপু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আইয়ুব আলী, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. জাহাঙ্গীর আলম, পৌরসভার মেয়র রফিকুল আলম জজ, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন ব্যাপারী প্রমুখ।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ২০১৪ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তিনি এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও নৌপরিবহন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।