প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা মোয়াজ্জেমের নামে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নামে মামলা হয়েছে।

গতকাল রোববার রাতে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম। মামলায় মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

গতকাল রাতে মামলা করা হলেও আজ সোমবার বিষয়টি জানাজানি হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন। সেই বক্তব্য ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। আসামিরা কুরুচিপূর্ণ, মানহানিকর ও আক্রমণাত্মক মিথ্যা তথ্য-উপাত্ত প্রকাশসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার উপক্রম করে গুরুতর অপরাধ করেছেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, মামলায় বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মোসাদ্দেক জায়গিরদার নামে ফেসবুক আইডি ব্যবহারকারী ও বিএনপির অফিশিয়াল ফেসবুক আইডি ব্যবহারকারীকে আসামি করা হয়েছে। এ ছাড়া ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।