প্রবাসীর স্ত্রীর হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রবাসীর স্ত্রীর (৩৫) হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন ও নিহত নারীর পরিবারের সদস্যরা। রোববার দুপুরে স্থানীয় পৌর পয়েন্টে ‘ফেয়ার ফেইস জগন্নাথপুর’ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
থানা-পুলিশ সূত্র জানায়, গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে ওষুধ কেনার কথা বলে পৌর শহরের নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ওই নারী। ১৭ ফেব্রুয়ারি শহরের আবদুল মতিন মার্কেটের অভি মেডিকেল হল নামের একটি ফার্মেসির তালাবদ্ধ দোকানের ভেতর ওই নারীর ছয় টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশের তদন্ত বিভাগ (সিআইডি) মামলার মূল হোতা অভি ফার্মেসির মালিক জিতেশ গোপ, তাঁর সহযোগী পাশের মুদি দোকানের মালিক অনজিৎ গোপ ও অরূপ ফার্মেসির মালিক অসিত গোপকে গ্রেপ্তার করে। দুই দফা রিমান্ড শেষে আসামিদের জেলহাজতে পাঠানো হয়। পরে ১৬৪ ধারায় জিতেশ চন্দ্র গোপ জবানবন্দি দেন।
মানববন্ধনে ফেয়ার ফেইস জগন্নাথপুরের সভাপতি সাইফুর রহমান সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, কাউন্সিলর কামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন, ফেয়ার ফেইসের প্রতিষ্ঠাতা এম শামিম আহমদ প্রমুখ।
এ সময় নিহত নারীর স্বামী বলেন, ‘হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে আমি বাকরুদ্ধ ও মানসিকভাবে ভেঙে পড়েছি। তখন সৌদিতে ছিলাম। সন্তানদের পাশে দাঁড়াতে প্রবাস থেকে ছুটে এসেছি। আমার সাজানো সংসার ঘাতকের ছোবলে তছনছ হয়ে গেছে। আমি আমার স্ত্রীর হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসি চাই।’
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ দমন বিভাগ সিআইডির পরিদর্শক ওসি লিটন দেওয়ান বলেন, এ মামলার যথেষ্ট অগ্রগতি হয়েছে। প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামির স্বীকারোক্তি অনুযায়ী ওই নারীর স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। তাঁরা যথাসময়ে অভিযোগপত্র দিতে কাজ করছেন।