ফটিকছড়ির পাহাড়ে গাছে ঝুলছিল যুবকের লাশ

ঝুলন্ত লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়ির পাহাড় থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার ভুজপুর ইউনিয়নের কাজিরহাট বাজারের পাহাড়ের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই যুবকের নাম আকবর আলী (৩২)। তিনি ওই এলাকার ভুজপুর ইউনিয়নের কাজিরহাট বাজার এলাকার শামসুল আলমের ছেলে এবং পেশায় নির্মাণশ্রমিক।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বুধবার রাত থেকে আকবর আলী নিখোঁজ ছিলেন। গতকাল রাতে তিনি বাড়ি ফেরেননি। এরপর আজ দুপুরে আকবরের বাড়ি থেকে ৫০০ গজ দূরের একটি পাহাড়ের ওপর গাছে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী প্রথম আলোকে বলেন, এটা হত্যা নাকি আত্মহত্যা, সেটা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ছাড়া পরিবার মামলা করলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।