ফতুল্লায় সিলিন্ডারের গ্যাস অপসারণের সময় বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গাড়ির সিলিন্ডার থেকে গ্যাস অপসারণের সময় বিস্ফোরণে দগ্ধ দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া দুজন হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীগঞ্জ ব্যাপারীবাড়ি এলাকার জজ মিয়া (৫১) ও আলম হোসেন (৪০)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, জজ মিয়া ও আলম হোসেনের শরীরের ৮০ থেকে ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ ব্যাপারীবাড়ি এলাকায় ট্রাকচালক আবদুল বাতেন মেরামতের জন্য একটি গাড়ির সিলিন্ডার থেকে গ্যাস অপসারণ করছিলেন। সিলিন্ডারটি থেকে শোঁ শোঁ শব্দে গ্যাস বের হচ্ছিল। সেখানে হঠাৎ অপর ট্রাকচালক আলম হোসেন সিগারেট জ্বালাতে গেলে আগুনের সংস্পর্শে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ১০ জন দগ্ধ হন।
আহত ব্যক্তিদের মধ্যে এক শিশুসহ সাতজনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ট্রাকচালক আলম হোসেন ও জজ মিয়ার মৃত্যু হলো।
বর্তমানে আফসানা সাথী (২০), আসমা বেগম (৪০), হাসিনা বেগম (৩৮), হাফসা (৬) ও তাহমিনা (১৫) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আসমার শরীরের ৪১ শতাংশ, হাসিনা বেগমের ৬৫ শতাংশ, আফসানা সাথীর ৬ শতাংশ, হাফসার ৬ শতাংশ ও তাহমিনার ৬ শতাংশ পুড়ে গেছে।