default-image

ফরিদপুরে আরও দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই দুজনসহ ফরিদপুরে মোট চারজনের করোনাভাইরাস শনাক্ত হলো।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান। তিনি বলেন, নতুন করে যে দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, তাঁদের একজনের বাড়ি নগরকান্দা উপজেলায়। তিনি একজন নারী। তাঁর বয়স ৩২ বছর। অপরজনের বাড়ি বোয়ালমারী উপজেলায়। ওই ব্যক্তির বয়স ৪৭ বছর। এর আগে যে দুজনের করোনা শনাক্ত হয়, তাঁদের বাড়ি নগরকান্দায়। ওই সময় ওই বাড়িসহ আশপাশের ৯টি বাড়ি লকডাউন করা হয়। পরে নগরকান্দা উপজেলা লকডাউন করা হয়।

default-image

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, নগরকান্দায় নতুন করে কিছু করণীয় নেই। সেখানে যিনি আক্রান্ত হয়েছেন, তাঁর স্বামী আগে আক্রান্ত হয়েছেন। আর বোয়ালমারীর আক্রান্ত ব্যক্তি কাদের সঙ্গে মিশতেন, কোথায় কোথায় যেতেন, তা চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0