default-image

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় চিকিৎসক, পুলিশ ও স্বাস্থ্যকর্মীসহ ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯০৩।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সূত্র গতকাল বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল এই ল্যাবে বিভিন্ন জেলার মোট ৩৭৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১৫২ জনের করোনা ধরা পড়েছে। তাঁদের মধ্যে ফরিদপুরের রয়েছেন ১১২ জন। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে পুলিশ লাইনস, কোতোয়ালি থানা ও ডিএসবির নয়জন পুলিশ সদস্য রয়েছেন। এ ছাড়া একজন চিকিৎসক, ১২ জন স্বাস্থ্যকর্মী, জাতীয় নিরাপত্তা বাহিনীর একজন সদস্য, ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের একজন প্রকৌশলী, একজন ব্যাংক কর্মকর্তা ও উপজেলা পরিষদের একজন কর্মকর্তা রয়েছেন।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ফরিদপুর সদরের ৭৮ জন, বোয়ালমারীতে ১২, ভাঙ্গায় ৯, নগরকান্দায় ৭, আলফাডাঙ্গা ও মধুখালীতে ২ জন করে এবং চরভদ্রাসন ও সালথায় ১ জন করে রয়েছেন। তাঁদের মধ্যে নারী ৩২ জন ও পুরুষ ৮০ জন।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0