default-image

ফরিদপুরে করোনাভাইরাসের সংক্রমণে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন। আজ রোববার সকাল ছয়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি ফরিদপুরের সালথা উপজেলার বাসিন্দা।

গত ১৯ জুলাই ওই বৃদ্ধার করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ২০ জুলাই তিনি হাসপাতালে ভর্তি হন।

এ খবরের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, আজ সকাল ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সকাল নয়টার দিকে পরিবারের সদস্যদের কাছে তাঁর লাশ বুঝিয়ে দেওয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হবে।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, এই বৃদ্ধাসহ এ পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ৪০ জন কোবিট–১৯ রোগী মারা গেছেন।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0