ফরিদপুরে কোভিডে ঠিকাদারের মৃত্যু

করোনাভাইরাস
ছবি: রয়টার্স

ফরিদপুরে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেবদাস গুপ্ত (৫৮) নামের এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দেবদাস গুপ্তের বাড়ি ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার দক্ষিণ কালীবাড়ী মহল্লায়।তিনি ছেলেসন্তানের জনক ছিলেন।

পরিবার জানায়, বেশ কিছুদিন ধরে দেবদাস গুপ্ত জ্বরসহ নিউমোনিয়ায় ভুগছিলেন। ১৮ আগস্ট ফরিদপুর মেডিকেল কলেজের করোনা পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক সাইফুর রহমান বলেন, ২০ আগস্ট তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম রেজা বলেন, স্বাস্থ্যবিধি মেনে সোমবার রাতেই তাঁর লাশ ফরিদপুর পৌর শ্মশানঘাটে দাহ করার কথা রয়েছে।
জেলা সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান বলেন, ফরিদপুর জেলায় সোমবার পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে মোট ৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফরিদপুর সদরে মারা গেছেন ২৭ জন।