ফরিদপুরে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় মামলা
অনুমতি না থাকায় ফরিদপুরের কানাইপুরে ইসলামি বক্তা আবু ত্বহাকে মাহফিলে ওয়াজ করতে না দেওয়ায় পুলিশ ফাঁড়িতে বিক্ষুব্ধ জনতার হামলার ঘটনায় মামলা হয়েছে। ওই পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন শাহ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় গতকাল সোমবার দিবাগত রাতে মামলাটি করেন।
মামলায় কর্তব্যরত পুলিশের ওপর হামলা করে তিন পুলিশ সদস্যকে আহত করা, পুলিশ ফাঁড়ি ও পুলিশের গাড়ি ভাঙচুর করার অভিযোগ আনা হয়েছে।
এ খবরের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) আবদুল গফফার আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, এ মামলায় ভিডিও ফুটেজ দেখে আটজন এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ছাড়া ভাঙচুরের ঘটনায় আরও একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন নান্নু শেখ নামের এক ব্যক্তি। তিনি করিমপুর হাইওয়ে পুলিশ ভবনটি যে বাড়িতে অবস্থিত, সেই বাড়ির মালিক। হামলার সময় তাঁর ব্যক্তিগত একটি মাইক্রোবাস ও ভাড়ায় চালিত একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, মামলায় গতকাল রাত পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রসঙ্গত, গত রোববার রাত সাড়ে ৯টা থেকে রাত সোয়া ১২টা পর্যন্ত ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় নির্মাণাধীন আমজাদ সরদারের জুট মিল মাঠ এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সেখান থেকে গিয়ে বিক্ষুব্ধ জনতা পুলিশ ফাঁড়িতে হামলা চালায়।