ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১টার দিকে উপজেলা সদর বাজারের শরীফ মেডিকেল হল অ্যান্ড ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে এই সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মামুন-অর-রশিদ (৩৭)। তিনি বোয়ালমারী উপজেলার দেউলি গ্রামের বাসিন্দা।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানকালে শরীফ মেডিকেল হল অ্যান্ড ডেন্টাল কেয়ারের মালিক মো. মামুন-অর-রশিদ চিকিৎসকের সনদ দেখাতে পারেননি। কিন্তু নামের আগে চিকিৎসক লিখে নিয়মিত রোগী দেখতেন এবং ব্যবস্থাপত্রও দিতেন। এসব অপরাধে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।