ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু
ফরিদপুরে করোনা ডেডিকেটেড বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। এ সময়ে করোনার উপসর্গ নিয়ে আরও আটজন মারা গেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল থেকে আজ রোববার সকাল পর্যন্ত আরও ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনার বিপরীতে শনাক্তের হার ৪৫ দশমিক ১২। ফরিদপুরে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৯৮৮। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবের মাধ্যমে ১৪১ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়। আর র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ২৩ জনের পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩ জনের। পিসিআর ল্যাবের তথ্যানুযায়ী, শনাক্ত ৭১ জনের মধ্যে আলফাডাঙ্গার ১ জন, ভাঙ্গার ৬, নগরকান্দার ১, মধুখালীর ৮, সদরপুরের ৯, সালথার ২ এবং সদরের ৪৪ জন আছেন। তবে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে যাঁদের করোনা শনাক্ত হয়েছে, উপজেলাওয়ারি সে তালিকা পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে যে ১৯ জন মারা গেছেন, তাঁদের মধ্যে ফরিদপুরের ৯ জন, রাজবাড়ীর ৪, মাদারীপুরের ৩ এবং মাগুরা, গোপালগঞ্জ ও শরীয়তপুরের ১ জন করে রয়েছেন।
হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী ৩০৫ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ২১৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৫১ জন এবং সুস্থ হয়েছেন ৪০ জন।
সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে এ পর্যন্ত ১৮ হাজার ৯৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ তালিকার মধ্যে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় শনাক্ত ব্যক্তিদের সংখ্যা যুক্ত করা হয়নি।