ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের করোনা ছিল। বাকি দুজন করোনার উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। আজ সোমবার সকালে মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন দুই রোগী গতকাল রোববার রাতে মারা গেছেন। তাঁদের একজনের বাড়ি ফরিদপুর শহরের চুনাঘাটা এলাকায় এবং অপরজনের বাড়ি ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া মহল্লায়। তাঁদের মধ্যে একজনের করোনা ছিল। এ নিয়ে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা শনাক্ত ২০১ জনের মধ্যে মারা গেলেন ৭৮ জন।

ফরিদপুরে করোনা শনাক্তের হার দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২৬২ জন রোগীর নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৯ দশমিক ৫৭ শতাংশ। এ পর্যন্ত ফরিদপুরে ১১ হাজার ৫৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, সবাইকে সচেতন হতে হবে। ফরিদপুরে করোনা বিস্তার রোধে তিনটি পৌরসভায় যে সর্বাত্মক বিধিনিষেধ পালন করা হচ্ছে, তার উপর নির্ভর করছে এই পরিস্থিতির কতটা উন্নতি বা অবনতি হবে।