ফরিদপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ শেষে বের করা মিছিলে পুলিশ বাধা দেয়। সোমবার সকালে শহরে রেজিস্ট্রি অফিসের মোড়ে
ছবি: প্রথম আলো

গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি। তবে এ সমাবেশ শেষে মিছিল বের করার পরপরই পুলিশ তাতে বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে স্বাধীনতা চত্ত্বর এলাকায় অবস্থিত জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় বিএনপির নেতারা জানিয়েছেন, সমাবেশ শেষে বের করা মিছিলটি রেজিস্ট্রি অফিসের মোড়ের সামনে গেলে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই কর্মসূচি শেষ করে বিএনপি নেতারা।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী বলেন, ‘আমাদের ইচ্ছা ছিল ফরিদপুর প্রেসক্লাব চত্ত্বরে গিয়ে মিছিল শেষ করার। কিন্তু পুলিশের বাধার কারণে কিছুটা পথ অগ্রসর হয়েই কর্মসূচি শেষ করতে বাধ্য হই।’

বিএনপির নেতাকর্মীরা সড়ক আটকে মিছিল শুরু করেছিলেন উল্লেখ করে ফরিদপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, এতে পথচারীদের চলাচলে সমস্যা হতো। সৃষ্টি হতো জনদুর্ভাগ। এ কারণে তাঁদের মিছিল করতে দেওয়া হয়নি।

এর আগে আইনজীবী ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ মিয়া।

বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির জন্য সরকারকে দায়ী করে বক্তারা বলেন, এই স্বৈরাচারী সরকার জনগণের কথা চিন্তা করে না। তাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। দ্রুততম সময়ের মধ্যে দ্রব্যমূল্য কমানো না হলে আন্দোলনের মাধ্যমে সরকারকে মূল্য কমাতে বাধ্য করা হবে।