ফেনীতে করোনার উপসর্গে এক দিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু
ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে নয়জন মারা গেছেন। এখন পর্যন্ত এক দিনে এটিই করোনার উপসর্গ নিয়ে সর্বোচ্চ মৃত্যু। আজ মঙ্গলবার জেনারেল হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে।
হাসপাতালের দায়িত্বশীল সূত্র জানায়, করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী।
করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার গিল্লাবাড়িয়া গ্রামের নুরুল ইসলাম (৭০), গোবিন্দপুর হাজীর বাজার এলাকার রুহুল আমিন (৬৮), উত্তর চাঁদপুর গ্রামের আবু ইউসুফ (৭২), লক্ষ্মীয়ারা গ্রামের আয়েশা বেগম (৭০), জোয়ার কাছাড় গ্রামের মায়না খাতুন (৬৫), ফেনী শহরের খাজুরিয়া এলাকার হালিমা বেগম (৬৭), দাগনভূঞা উপজেলার গজারিয়া এলাকার তৈয়বের নেছা (৯০) ও একই উপজেলার কৃষ্ণরামপুর এলাকার আবদুল হাই (৬০) এবং ছাগলনাইয়া উপজেলার শিলুয়া এলাকার নুর মোহাম্মদ (৬৭)। তাঁরা গতকাল সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটার মধ্যে মারা গেছেন।
হাসপাতালের ওই সূত্র প্রথম আলোকে জানায়, এর আগের ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন। ১ জুলাই থেকে এ পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডে ৫৩ জন মারা গেছেন। এ ছাড়া হাসপাতালের আইসিইউতে ১৯ জুলাই সোমবার পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে আটজন করোনা পজিটিভ ছিলেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূইয়া জানান, বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ১১০ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে করোনা পজিটিভ রয়েছেন ৩২ জন। ৯১ জনকে অক্সিজেন দিতে হচ্ছে। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত নতুন ৩৯ জন রোগী ভর্তি হয়েছেন।