ফেনীতে করোনায় আটজনের মৃত্যু, শনাক্ত ১৫৩
ফেনীতে গত ২৪ ঘণ্টায় করোনায় ও করোনার উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৬৮। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় দুজন করোনায় ও ছয়জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তাঁরা ফেনী জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। করোনায় মারা যওয়া দুজন হলেন ফেনী সদর উপজেলার বগইড় গ্রামের নুরুল ইসলাম (৬৫) ও ছাগলনাইয়ার থানাপাড়ার ফারুক আহম্মদ (৫৭)। এ নিয়ে জেলায় মারা গেছেন ৯৩ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ আরটি–পিসিআর ল্যাবে ৫৭৩টি নমুনা পরীক্ষা করে ১৫৩ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত ২৬ দশমিক ৭০ শতাংশ।
ফেনী জেলা সিভিল সার্জন রফিক উস সালেহীন বলেন, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৮৪ জন করোনা রোগী ভর্তি আছেন। এর মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ৩৬ জন, দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০, ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ ও স্থানীয় ডায়াবেটিক হাসপাতালে ১ জন ভর্তি রয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৯১৬ জন।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁঞা জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন ও করোনার উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন। এদিকে হাসপাতালের ৩০ শয্যায় করোনা রোগী ভর্তি রয়েছেন ১১৮ জন। এর মধ্যে ৩৬ জন করোনায় আক্রান্ত। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৮২ জন। এর মধ্যে ১১০ জনকে অক্সিজেন সেবা দিতে হচ্ছে।