ফেনীতে করোনা রোগী ৯ হাজার ছাড়াল
ফেনীতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা যান। মারা যাওয়া সবাই ফেনী জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। জেলায় এ পর্যন্ত করোনা পজিটিভ ১১৪ জন মারা গেছেন।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁইয়া জানান, হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিটে রোগী ভর্তি রয়েছেন ১৪৫ জন। তাঁদের মধ্যে পজিটিভ আছেন ৩৭ জন। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১০৮ জন। সবাইকে অক্সিজেন দিতে হচ্ছে। চিকিৎসক, নার্সসহ সবাইকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। তারপরও সবাই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
এদিকে ২৪ ঘণ্টায় ৫৫৭ জনের নমুনা পরীক্ষায় ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ১৩৩ জনের।
বৃহস্পতিবার নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের আরটি–পিসিআর ল্যাব, জিন এক্সপার্ট ও র্যাপিড টেস্টে ৫৫৭ জনের নমুনা পরীক্ষায় ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দাগনভূঞা উপজেলার ৫৩, ফেনী সদরের ২৭, সোনাগাজীর ১৫, ছাগলনাইয়ার ১৫, পরশুরামের ১৮ ও ফুলগাজীর ১০ জন আছেন। এ তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন কার্যালয়।