ফেনীতে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু
ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ফেনী রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস নামের ট্রেন ফেনী রেলস্টেশনে ঢোকার সময় ওই তরুণ রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনটির নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই তরুণের গায়ের রঙ শ্যামলা, গোঁফ আছে। পরনে ছাই রঙের ফুলহাতা জ্যাকেট ও কালো রঙের জিন্সের প্যান্ট ছিল।
ফেনী রেলওয়ে পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিআরপি লাকসাম থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।