ফেনীতে সংযুক্ত আরব-আমিরাতপ্রবাসী মো. সোহেলকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া তাঁর স্ত্রী শিউলী আক্তারকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। আজ রোববার শুনানি শেষে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে গতকাল শনিবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানিয়েছিল পুলিশ।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, গতকাল শিউলী আক্তারকে (২৮) আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর শিউলীকে জিজ্ঞাসাবাদের জন্য ফেনী থানায় নিয়ে যাওয়া হয়।
এর আগে গতকাল সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাত ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে নারায়ণ করা মাদ্রাসা এলাকার ছুট্টু মিয়া নামের এক ব৵ক্তির বাড়ি থেকে শিউলী আক্তারকে তাঁর দুই শিশুসন্তানসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার ফেনী মডেল থানা-পুলিশ ফেনীর সুফি সদর উদ্দিন সড়কে চৌধুরী সুলতানা ম্যানসনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী সোহেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে বৃহস্পতিবার সোহেলের স্ত্রী শিউলী আক্তার তাঁর দুই সন্তানকে নিয়ে ওই ফ্ল্যাট থেকে পালিয়ে যান। এ ঘটনায় শুক্রবার রাতে সোহেলের মা বাদী হয়ে শিউলী আক্তারকে আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
শিউলীকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর স্বামীকে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আজ সংবাদ সম্মেলন করে র্যাব-৭–এর ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ আল জাবের ইমরান বলেন, পরকীয়া প্রেমের জেরে সোহেলকে দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছেন তাঁর স্ত্রী শিউলী। হত্যার কাজে ব্যবহৃত দা বাসার পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।