ফেনী রেলস্টেশন থেকে উদ্ধার অজ্ঞাতনামা বৃদ্ধের এখনো জ্ঞান ফেরেনি

তিন দিন ধরে ফেনী জেনারেল হাসপাতালে অজ্ঞাত এই বৃদ্ধ চিকিৎসাধীন। তবে এখন পর্যন্ত হাসপাতালে কেউ তাঁর খোঁজ নিতেও আসেনি
ছবি: প্রথম আলো

ফেনী রেলস্টেশন থেকে গত সোমবার সন্ধ্যায় অচেতন অবস্থায় অজ্ঞাতনামা এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সহায়। বর্তমানে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি থাকা ওই বৃদ্ধের চিকিৎসা চলছে। তবে গত তিন দিনেও বৃদ্ধের জ্ঞান ফেরেনি।

এখনো কেউ ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি। তাঁর আনুমানিক বয়স ৭০ বছর। সংগঠনটির সাধারণ সম্পাদক জুলহাস তালুকদার বলেন, গত সোমবার সন্ধ্যায় এক ব্যক্তি অচেতন অবস্থায় ফেনী রেলস্টেশনের প্ল্যাটফর্মে পড়ে ছিলেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে তাঁরা বিষয়টি জানার পর ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিন দিন ধরে তিনি অচেতন হয়ে শুয়ে আছেন। এখন পর্যন্ত হাসপাতালে কেউ তাঁর খোঁজ নিতেও আসেনি।

সহায়ের সভাপতি মঞ্জিলা মিমি বলেন, তাঁরা ওই বৃদ্ধের ছবি ফেসবুকে পোস্ট করেছেন, যেন তাঁর স্বজনেরা অথবা পরিচিতজনেরা ছবি দেখে ওই বৃদ্ধের খোঁজ করেন। কিন্তু এখনো সে রকম কাউকে পাওয়া যায়নি।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঞা প্রথম আলোকে বলেন, কোনো ছিনতাইকারী চক্র ওই বৃদ্ধকে যদি কিছু খাওয়াত, তাহলে এতক্ষণে তাঁর জ্ঞান ফিরে আসার কথা। তিনি হয়তো হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। ইতিমধ্যে হাসপাতালে তাঁর কিছু পরীক্ষা হয়েছে। চিকিৎসা চলছে। চিকিৎসকেরা তাঁকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করছেন।