ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে কমলগঞ্জে যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে তাঁকে কমলগঞ্জের মাধবপুর চা–বাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম অমিত সিং (৩৫)। তিনি চা–বাগান এলাকার বাসিন্দা। গতকাল রাতে এলাকায় বিক্ষুব্ধ জনতা অমিতসহ দুজনের বাড়ি ঘিরে রাখে। এরপর পুলিশ গিয়ে অমিতকে গ্রেপ্তার করে থানায় নেয়। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। আইনশৃঙ্খলা  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে ওই যুবকের বাড়ি ও মাধবপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আরও পড়ুন

স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, প্রথমে অমিত সিং এবং পরে সঞ্জয় সিং নামের দুই যুবক গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নূপুর শর্মাকে সমর্থন করে উসকানিমূলক পোস্ট দেন। মুহূর্তের মধ্যে পোস্ট দুটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এলাকার মুসলমানরা বিক্ষুব্ধ হন। এ পরিস্থিতিতে এক বন্ধুর ফোন থেকে লাইভে এসে ক্ষমা চান অমিত সিং। বিক্ষুব্ধ জনতা ওই দুই যুবকের বাড়ি ঘেরাও করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসানের নেতৃত্বে রাতেই পুলিশ ওই দুই যুবকের বাড়িতে গিয়ে বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করেন।

আরও পড়ুন

পরে সেখানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন ও মাধবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আসিদ আলীও উপস্থিত হন। পুলিশ অমিত সিংকে আটক করে থানায় নেয়। সঞ্জয় সিং পালিয়ে যাওয়ায় পুলিশ তাঁকে আটক করতে পারেনি। তবে তাঁকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, অমিত সিংকে আজ সোমবার সকালে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে। ওসি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, উসকানিমূলক পোস্ট দেওয়ার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের আইনের আওতায় আনা হবে। কোনো অবস্থায় ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হতে দেওয়া হবে না।

সম্প্রতি এক টেলিভিশন বিতর্কে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা। তাঁর মন্তব্যে দেশ-বিদেশে সমালোচনার ঝড় ওঠে। তীব্র সমালোচনার মুখে তাঁকে দল থেকে সাময়িক বহিষ্কার করে বিজেপি।