ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, কিশোর আটক

আটক
প্রতীকী ছবি

ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি করায় বরগুনার পাথরঘাটায় এক কিশোরকে (১৫) আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের একটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। ওই কিশোরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে ওই কিশোর নিজ নামের ফেসবুক আইডি থেকে উপজেলার কিরণপুর এলাকার ইমরান মোল্লার একটি ফেসবুক পোস্টে ধর্ম সম্পর্কে কটূক্তি করে তা ট্যাগ করে দেয়। এর জের ধরে এলাকার মানুষের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়। বিষয়টি জানতে পেরে পুলিশ আজ ভোরে ওই কিশোরকে আটক করে। এ সময় তার মুঠোফোনও জব্দ করা হয়।

ওসি আবুল বাশার আজ দুপুরে প্রথম আলোকে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কিশোরকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।