ফেসবুকে নারী সেজে প্রেম করে পলাতক আসামি ধরল পুলিশ
সিলেটের জৈন্তাপুরে ধর্ষণ মামলার আসামি সুজিত নম বিশ্বাস (২২) নামের এক তরুণের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারী সেজে প্রেম করে তাঁকে গত মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৮ জুন জৈন্তাপুরের চারিকাটা ইউনিয়নের এক নারীকে ধর্ষণের অভিযোগে সুজিতের বিরুদ্ধে মামলা করা হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। পুলিশ তাঁকে গ্রেপ্তারে নানা অভিযান চালিয়েও ব্যর্থ হয়।
একপর্যায়ে পুলিশ জানতে পারেন, তিনি জৈন্তাপুরের সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে পালিয়ে গেছেন।
একপর্যায়ে সুজিতের সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মামলার তদন্ত কর্মকর্তা জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিক আহমদ। প্রেমের একপর্যায়ে সুজিতের সঙ্গে দেখা করার কথা বলেন নারী পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা। এরই সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যার দিকে জৈন্তাপুরের শ্রীপুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করেন তিনি। এ সময় ওই এলাকায় অবস্থান করা সাদাপোশাকের পুলিশ সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র পাওয়া যায়।
গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া এসআই কাজী শাহেদ আহমদ বলেন, সুজিত প্রাথমিকভাবে জানিয়েছেন, মামলার পর তিনি অবৈধ পথে ভারতে প্রবেশ করেন। ভারতের মেঘালয়ে তাঁর বোনের বাড়িতে আত্মগোপন করেন তিনি। সেখানে রনি রায় নামের ভারতীয় পরিচয়পত্র (নাগরিকত্ব নম্বর KJT 9239182) তৈরি করেন তিনি। তিনি আরও বলেন, ‘পরিচয়পত্রটি আমরা যাচাই করতে পারিনি। গ্রেপ্তারকৃত আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’