আজ সকালে রাজশাহী পাউবো কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ঘেরাও কর্মসূচি পালন করেছেন ঠিকাদারেরা
ছবি: প্রথম আলো

প্রকল্প ও আপৎকালীন জরুরি কাজ বাস্তবায়নে জটিলতা নিরসন এবং বাস্তবায়িত প্রকল্পের বকেয়া অর্থ ছাড়ের দাবি জানিয়েছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঠিকাদারেরা। আজ রোববার সকালে রাজশাহী পাউবো কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ঘেরাও কর্মসূচিতে এসব দাবি জানান তাঁরা।

ঘেরাও কর্মসূচি শেষে পাউবো মহাপরিচালক বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়। স্মারকলিপির অনুলিপি সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, স্থানীয় সাংসদ, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

রাজশাহী পাউবো সম্মিলিত ঠিকাদার সমাজের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পাউবো ঠিকাদার সমিতির সভাপতি মাহফুজুল আলম ওরফে লোটন। এ সময় সেখানে পাউবো ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক জামাত খান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যের ট্রাস্টি তপন কুমার সেন, বীর মুক্তিযোদ্ধা বজলার রহমানসহ একাধিক ঠিকাদার বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, ঠিকাদারেরা ঝুঁকি নিয়ে কাজ করলেও সময়মতো টাকা পাওয়া যায় না। ফলে তাঁদের ভোগান্তিতে পড়তে হয়। এ অবস্থায় ঠিকাদারদের রক্ষায় অবিলম্বে প্রকল্প ও আপৎকালীন জরুরি কাজ বাস্তবায়নে জটিলতা নিরসন এবং বাস্তবায়িত প্রকল্পের বকেয়া অর্থ বরাদ্দের দাবি জানান তাঁরা। কাজের বিপরীতে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে ঠিকাদারদের হয়রানি বন্ধেরও দাবি জানানো হয়।

জামাত খান বলেন, রাজশাহীর চারঘাট, বাঘাসহ বিভিন্ন এলাকায় শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, অথচ প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের জন্য অর্থ বরাদ্দ একেবারেই অপ্রতুল। প্রকল্প বাস্তবায়নের সঙ্গে দ্রুত কার্যাদেশ ও অর্থ বরাদ্দের অনুরোধ জানান তিনি।