বগুড়ায় বাড়িতে ফেরার পথে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বগুড়ার শেরপুরে মহাসড়কে ব্যক্তিগত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার খোকা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুর রাজ্জাক (৩৫)। তিনি রাজধানীর একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। তাঁর বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর কলোনির মুন্সিপাড়া গ্রামে।
দুর্ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
প্রত্যক্ষদর্শী তিনজন বলেন, মোটরসাইকেলে করে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন রাজ্জাক। এ সময় বিপরীতমুখী ঢাকাগামী ব্যক্তিগত গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী ছিটকে মহাসড়কে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ এ কে এম বানিউল আনাম বলেন, দুর্ঘটনার পর ব্যক্তিগত গাড়ির চালক মহাসড়কে গাড়ি রেখে পালিয়ে যান। পরে গাড়িটি আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়। দুপুরের পর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।