বগুড়ার শেরপুরে ট্রাকের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত
বগুড়ার শেরপুরের কৃষ্ণপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাকের চাপায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁদের একজন উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী এবং অন্যজন ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
নিহতরা হলেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার জাহিদুল ইসলামের ছেলে কলেজশিক্ষার্থী নাহিদ হোসেন (১৮) এবং কৃষ্ণপুর নামাবালা এলাকার হৃদয় কুমারের ছেলে সম্পদ কুমার (১৯)।
পাথরবোঝাই একটি ট্রাক ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকের সামনে ছিল মোটরসাইকেল আরোহী ওই দুই যুবক।
স্থানীয় লোকজন জানান, পাথরবোঝাই একটি ট্রাক ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকের সামনে ছিল মোটরসাইকেল আরোহী ওই দুই যুবক। তাঁরা মোটরসাইকেলে মির্জাপুরে ফিরছিলেন। ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ওই দুই যুবক মারা যান।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাদির হোসেন বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে। লাশ দুটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম বানিউল আনাম বলেন, পাথরবোঝাই ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।