বগুড়ায় বাসচাপায় পোশাকশ্রমিক নিহত
বগুড়ায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে আবু হাসান নামের একজন পোশাকশ্রমিক নিহত হয়েছেন। ওই বাসে পোশাকশ্রমিকদের বহন করা হচ্ছিল।
রোববার সকালের দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বগুড়া শহরতলির মাটিডালি বিমান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু হাসান (২২) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। কারখানা খুলে দেওয়ায় কঠোর বিধিনিষেধের মধ্যে তিনি কাজে যোগদান করতে বাস ধরার জন্য জয়পুরহাট থেকে বগুড়ায় এসেছিলেন।
বগুড়া সদর থানার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিয়া বলেন, রংপুর থেকে শ্রমিকদের নিয়ে ঢাকা অভিমুখে ছেড়ে আসা ডলফিন পরিবহনের একটি বাস সকাল সাড়ে সাতটার দিকে বগুড়ার মাটিডালি মোড় অতিক্রম করছিল। এ সময় বাস ধরার জন্য আবু হাসান মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। একপর্যায়ে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে তাঁর পকেটে থাকা পোশাকশ্রমিকের পরিচয়পত্রের সূত্র ধরে লাশ শনাক্ত করা হয়। এরপর লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। চাপা দেওয়া ডলফিন পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।