default-image

করোনা সংক্রমণ প্রতিরোধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। কাল বৃহস্পতিবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বুধবার দুপুরে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশিত ১৮ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি। জনসমাগম এড়াতে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে মানুষের চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সে অনুযায়ী কাজ করে যাচ্ছি। দু-এক দিনের মধ্যে বিষয়টি মাইকিং করে সর্বসাধারণকে জানিয়ে দেওয়া হবে।’

জেলা প্রশাসক আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন