বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতু ঘিরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন উত্তরবঙ্গের যাত্রীরা। জরাজীর্ণ এই সেতু এলাকায় প্রায় প্রতিদিনই যানজট দেখা যাচ্ছে।
আজ শুক্রবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এ সড়কে অবস্থান করে দেখা যায়, মহাসড়কের সয়দাবাদ হতে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট রয়েছে। সকাল থেকে তৈরি হওয়া এ যানজট কখনো কখনো হাটিকুমরুল-চান্দাইকোনা মহাসড়ক পর্যন্ত বিস্তৃত হচ্ছে।
মহাসড়কের কাঠামোড় এলাকায় ট্রাকচালক আবু হেলাল জানান, বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল গোলচত্বর যেতে সাধারণত ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। কিন্তু আজ দুই ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এ রাস্তা পার হতে পারেননি তিনি।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) রফিকুল ইসলাম বলেন, নলকা সেতুর দুই পাশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সেতুর ওপরেও খানাখন্দ রয়েছে। তাই এখানে আসার পরই চালকদের গাড়ির গতি কমিয়ে দিতে হয়। ফলে এখানে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে।
জানতে চাইলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন প্রথম আলোকে বলেন, মহাসড়কে উন্নয়নকাজ চলায় এমন থেমে থেমে যানজটের দেখা দিয়েছে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।