বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে ট্রাক-বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালিহাতী উপজেলার এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রাসেল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মফিজ অ্যাগ্রো ফুডসের একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় বিপরীত দিকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা জামালপুরগামী নাইফ পরিবহনের একটি বাস ওই ট্রাক ও কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. নবীন বলেন, হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। তারা ট্রাক না কাভার্ড ভ্যানের আরোহী ছিল, তা–ও নিশ্চিত করতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। তাদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।