বন্ধুর সঙ্গে চা খাওয়া হলো না লিমনের
বন্ধু সানি মো. তালহার সঙ্গে চা খেতে বাড়ি থেকে বেরিয়েছিলেন আসাদুজ্জামান মোহাম্মাদ লিমন (২১)। বগুড়ার শাজাহানপুর থেকে দুজন দুটি মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন মাঝিড়া বাজারের উদ্দেশে। কিন্তু একসঙ্গে চা খাওয়া হয়নি দুজনের। মাঝিড়া বাজারে যাওয়ার পথেই মহাসড়কে ছিটকে পড়ে বেপরোয়া গতির ট্রাকের চাপায় নিহত হয়েছেন লিমন।
গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের শাজাহানপুর বি ব্লক ক্যান্টনমেন্ট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন উপজেলার সি ব্লক এলাকার মোহাম্মাদ নুরুজ্জামানের ছেলে এবং রাজধানীর একটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র।
নিহত লিমনের বন্ধু সানি প্রথম আলোকে বলেন, চা খাওয়ার জন্য তাঁরা আলাদা দুটি মোটরসাইকেল চালিয়ে সি ব্লক এলাকা থেকে ঢাকা-রংপুর মহাসড়ক হয়ে মাঝিড়া বাজারের দিকে যাচ্ছিলেন। লিমন তাঁর পেছনে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এর মধ্যে তাঁরা বি ব্লক বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে লিমন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে সড়কে পড়ে যান।
এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত নয়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমন মারা যান।
গাড়িদহ হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক (এসআই) এ কে এম বানিউল আলম বলেন, লিমনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ওই ট্রাক এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।