বন্যার প্রভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষার সময়সূচি পিছিয়েছে। ঈদের ছুটির পর পরিস্থিতি স্বাভাবিক হলে ক্লাস ও পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত হয়।
মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির পর ক্লাস ও পরীক্ষা হবে। এর আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কাজ চলমান থাকবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার ছুটি থাকবে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে বাকি থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো ১৫ জুলাই থেকে নেওয়া হবে। তবে সময়সূচি নির্ভর করছে বিভাগগুলোর সিদ্ধান্তের ওপর।
পাহাড়ি ঢলে ১৭ জুন সিলেটের বিভিন্ন নদ–নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু করে শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসিক ভবনও প্লাবিত হয়। এ কারণে ২৫ জুন পর্যন্ত ক্লাস–পরীক্ষা স্থগিত করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে প্রায় ১ হাজার ২০০ ছাত্রী পানিবন্দী হয়ে পড়েছিলেন। পরে বিশ্ববিদ্যায় প্রশাসন বিজিবির সহযোগিতায় তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয়।