বন্য প্রাণী দিবসে লাউয়াছড়ায় দুর্ঘটনায় প্রাণ গেল দুটি বন্য প্রাণীর
বন্য প্রাণী সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে তাগিদ দিয়ে গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) ঘটা করে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্য প্রাণী দিবস পালন করা হয়। আর এ দিনেই লাউয়াছড়া উদ্যানে দুর্ঘটনায় প্রাণ গেছে দুটি বন্য প্রাণীর।
গতকাল বেলা সাড়ে তিনটার কাছাকাছি সময়ে উদ্যানের বন্য প্রাণী রেসকিউ সেন্টারের কাছে বিদ্যুতায়িত হয়ে একটি মুখপোড়া হনুমান ও দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মর্মান্তিকভাবে একটি উল্টো লেজি বানরের মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী ও একই বিভাগের বন সংরক্ষক মির্জা মেহেদী সারওয়ার দ্রুত ঘটনাস্থলে এসে মৃত দুটি বন্য প্রাণী উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রাণী দুটিকে মাটি চাপা দেন। আর দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া উল্টো লেজি বানরের বাচ্চাকে বন্য প্রাণী রেসকিউ সেন্টারের সেবাকেন্দ্রে নিয়ে যান।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন সংরক্ষক মির্জা মেহেদী সারওয়ার প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে এসে এ দুটি মৃত বন্য প্রাণীকে দেখে তিনি কেঁদে ফেলেন। তিনি বলেন, এ বনের বন্য প্রাণী রক্ষায় সব ধরনের উদ্যোগ গ্রহণ করছেন। গতকাল বন্য প্রাণী দিবস পালন করে বেশ কিছু সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন। আর একই দিনে বিকেলে বনের ভেতর দুটি প্রাণীর মৃত্যু হলো। বিষয়টি তিনি মেনে নিতে পারছেন না।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বেঁচে থাকা উল্টো লেজি বানরের বাচ্চাকে কোলে নিয়ে দীর্ঘ সময় তিনি বনে ছিলেন। তিনি আরও বলেন, এ উদ্যানের ভেতরের রাস্তায় চলা যানবাহন, রেলপথ ও বৈদ্যুতিক লাইন বন্য প্রাণীর জন্য হুমকি। এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বারবার চিঠি দিয়েছেন। বন্য প্রাণী রক্ষায় বিকল্প ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছেন। এর মধ্যে একই সময়ে দুটি বন্য প্রাণীর মৃত্যু কষ্টের।