default-image

বরগুনায় গত ২৪ ঘণ্টায় কোভিডে নতুন শনাক্ত ২৫ জনের মধ্যে ১৩ জনই পুলিশ সদস্য। এ ছাড়া শিক্ষক ও স্বাস্থ্যকর্মীও রয়েছেন আক্রান্তের নতুন তালিকায়। বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা আজ বুধবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত ৩৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে বরগুনা সদর উপজেলার সর্বোচ্চ, ১৭৪ জন। এ ছাড়া আমতলী উপজেলায় ৫২, পাথরঘাটায় ২৮, বামনায় ৩৬, বেতাগীতে ৩৬ ও তালতলীতে ১৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন পাঁচজন।

নতুন শনাক্তের মধ্যে বরগুনা সদর পুলিশ লাইনের ১০ পুলিশ সদস্য, স্বাস্থ্যকর্মী, শিক্ষকসহ ১৫ জন, আমতলী উপজেলায় স্বাস্থ্যকর্মী ও ১ পুলিশসহ ৩ জন, তালতলীতে ১ পুলিশসহ ৩ জন, বামনায় ১ পুলিশসহ ৩ জন এবং পাথরঘাটা উপজেলায় ১ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ প্রথম আলোকে বলেন, আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে এবং তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন