default-image

বরগুনায় গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্যকর্মী ও পুলিশসহ ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৩৮৩ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৪ জন, বামনায় ১, বেতাগীতে ১, আমতলীতে ৬ ও পাথরঘাটায় ২ জন রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, আমতলী উপজেলায় গাজীপুর পুলিশ ফাঁড়ির একজন উপপরিদর্শক ও পাথরঘাটায় একজন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে।

করোনা প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, করোনা শনাক্ত সবাইকে যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে।

সংক্রমণের দিক দিয়ে জেলার মধ্যে সদর উপজেলা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই উপজেলায় এখন পর্যন্ত ১৯৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0