বরিশালে নারীকে অপহরণের পর ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

আদালত
প্রতীকী ছবি

বরিশালের মুলাদীতে অপহরণের পর এক নারীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পূর্ব কান্দি গ্রামের মৃত রহমত আলীর ছেলে ফরিদ হোসেন এবং মৃত আবুল হোসেন খানের ছেলে খবির খান।

ওই দুজনকে আসামি করে মেহেন্দীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলেন ভুক্তভোগী নারী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর দুপুরে মুলাদী উপজেলা সদরের টেম্পোস্ট্যান্ড থেকে ওই নারীকে অপহরণ করেন আসামিরা। এরপর তাঁকে মেহেন্দীগঞ্জের একটি গ্রামে নিয়ে তাঁকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় দুজনকে আসামি করে মেহেন্দীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী ওই নারী।

আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, ওই মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন (চার্জশিট) দেন মামলার তদন্ত কর্মকর্তা মেহেন্দীগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন। ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিচারক ওই মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।