বরিশালে নিজ বাড়িতে সাবেক ব্যাংক কর্মকর্তা খুন
বরিশাল নগরে গোলাম মঞ্জুর মোর্শেদ (৭৫) নামের অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা নিজ বাড়িতে খুন হয়েছেন। গতকাল বুধবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁকে হত্যা করে। নগরের বর্ধিত এলাকা ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নগরের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিবার জানায়, মঞ্জুর মোর্শেদ কৃষি ব্যাংকের উপমহাব্যবস্থাপক পদ থেকে চাকরি শেষে অবসর নেওয়ার পর নিজ বাড়িতে হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে কাজ করতেন। তাঁর একমাত্র ছেলে জগলুল মোর্শেদ ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নওরোজ বারী ঘটনাস্থল থেকে বলেন, দুই হাত ও দুই পা বাঁধা অবস্থায় নিজের শয়নকক্ষ থেকে মঞ্জুর মোর্শেদের লাশ উদ্ধার করা হয়েছে। গলায় একটি সাদা কাপড় প্যাঁচানো ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাসার আসবাবপত্র তছনছ দেখা গেলেও কিছু খোয়া গেছে কি না, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বাড়ির পেছন দিকে একটি জানালার শিক ভাঙা থাকায় সেখান দিয়ে দুর্বৃত্তরা ঘরের মধ্যে ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে।
নওরোজ বারী বলেন, মঞ্জুর মোর্শেদের স্ত্রী রাবেয়া বেগম মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় ঘটনার রাতে তিনি একাই বাড়িতে ছিলেন। তাঁর একমাত্র ছেলে জগলুল মোর্শেদ ২৮ নম্বর ওয়ার্ডের ফিশারি সড়কের বাড়িতে বসবাস করেন। মঞ্জুর মোর্শেদ আগে ছেলের সঙ্গে একই বাড়িতে বসবাস করলেও কয়েক বছর আগে ৩০ নম্বর ওয়ার্ডের চহঠায় তিন কক্ষের একটি আধা পাকা ঘরে স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন।
স্থানীয় লোকজন বলেন, প্রতিদিন স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় করতে বের হতেন মঞ্জুর মোর্শেদ। আজ বৃহস্পতিবার সকালে মসজিদে না যাওয়ায় সঙ্গী মুসল্লিরা বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। ভেতর থেকে সাড়া না পাওয়ায় তাঁর ছেলেকে জানানো হয়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁর লাশ উদ্ধার করা হয়।