বরিশালে পন্টুন থেকে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
বরিশাল নগরের আমানতগঞ্জসংলগ্ন বেলতলা ফেরিঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া শাহিন খলিফার (৩৫) লাশ এক দিন পর উদ্ধার হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের মুক্তিযোদ্ধা পার্কসংলগ্ন নদী থেকে তাঁর লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। এ সময় সেখানে কোস্টগার্ড ও সদর নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনেরা মরদেহ শনাক্ত করেছেন।
শাহিন খলিফা বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকার হাসমত আলী খলিফার ছেলে। বিশ্বাসের হাট এলাকায় তাঁর একটি চায়ের দোকান রয়েছে। গতকাল শুক্রবার সকালে দোকানের মালামাল কেনার জন্য বাড়ি থেকে তিনি বরিশাল নগরে আসেন। বেলা দুইটার দিকে মালামাল কিনে তিনি বাড়ি ফিরছিলেন। কীর্তনখোলা নদীর বেলতলা ফেরিঘাটে খেয়া আসতে দেরি হওয়ায় তিনি পন্টুনের সামনের ক্যাপস্টানে (নৌযান বাঁধার খুঁটি) ওপর বসে অপেক্ষা করছিলেন। এ সময় মাথা ঘুরে হঠাৎ তিনি নদীতে পড়ে নিখোঁজ হন।
খবর পেয়ে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বরিশাল নগরের কাউনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করলেও শাহিনকে পাওয়া যায়নি। রাত হয়ে যাওয়ায় শুক্রবার উদ্ধার অভিযান স্থগিত করা হয়। শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দক্ষিণে তাঁর লাশ পাওয়া যায়।