বরিশাল বিভাগে করোনার শনাক্তের হার ৩০–এর নিচে নামল
বরিশাল বিভাগে করোনার শনাক্তের হার গত ২৪ ঘণ্টায় আরও কমে ৩০–এর নিচে নেমেছে। গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ৭৩৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২০৯ জনের।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৪৪। এই সময়ে বিভাগে করোনায় কিংবা উপসর্গে কারও মৃত্যু হয়নি। এর আগে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৭৫। ওই ২৪ ঘণ্টায় বিভাগে ৭৮১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ২৪৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, নতুন শনাক্ত ২০৯ জনের মধ্যে সর্বোচ্চ ৭৯ জন বরিশাল জেলার। এ ছাড়া পটুয়াখালীতে ২১ জন, ভোলায় ৩৮, পিরোজপুরে ৩০, বরগুনায় ১৪ ও ঝালকাঠিতে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের ৫ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিভাগে করোনায় ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছিল শূন্য। তবে গত ১ জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন। ৬ জন করোনায় আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, এক সপ্তাহ ধরে সংক্রমণের হার ও সংখ্যা কিছুটা নিম্নমুখী। তবে এই পরিস্থিতি ধরে রাখাটা জরুরি। এ জন্য সাধারণ মানুষের সচেতনতার বিকল্প নেই। আর সবার উচিত পরিবারের বয়স্ক ব্যক্তিদের প্রতি বিশেষ যত্নশীল হওয়া ও বাইরে গেলে স্বাস্থ্যবিধি অনুসরণ করা।