বরিশাল বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ও হার দ্বিগুণ

গত এক সপ্তাহ ধরে তাজরিয়া নামের ৮ বছরের শিশুটি জ্বরসহ করোনার নানা উপসর্গে ভুগছে। নমুনা পরীক্ষা করাতে নিয়ে এসেছেন স্বজনেরা। করোনা ইউনিট ভবন, বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালছবি: সাইয়ান

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা ও হার—দুটিই দ্বিগুণ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে ৪৬১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছে ১১৭ জনের, শনাক্তের হার ২৫ দশমিক ৩৮। এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয় ৬০ জনের। এর আগের ২৪ ঘণ্টায় ছিল ৬০ জন এবং শনাক্তের হার ছিল ১২ দশমিক ৬১। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জানুয়ারির শুরু থেকেই বিভাগে করোনা সংক্রমণের গতি বাড়ছে। চলতি মাসের ২০ দিনে বিভাগের ৬ জেলায় করোনা হয়েছে ৩৮২ জনের। এর মধ্যে নতুন বছরের প্রথম সপ্তাহে বিভাগে ২৯ জন করোনার রোগী শনাক্ত হয়েছিল। এর পরের ৭ দিনে শনাক্ত হয় ৬৪ জন। ১৫ থেকে ২০ জানুয়ারি—এই ৬ দিনে শনাক্ত হয়েছে ২৮৯ জনের। এতে দেখা যায়, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে মোট শনাক্তের চেয়ে চার গুণের বেশি রোগী শনাক্ত হয়েছে চলতি জানুয়ারি মাসের প্রথম ২০ দিনে। নভেম্বর ও ডিসেম্বরে মোট শনাক্তের সংখ্যা ছিল ৮৮। তবে মধ্য অক্টোবরের পর থেকে এ বিভাগে করোনা শনাক্তে কারোর মৃত্যু হয়নি।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে ৪৬১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে বিভাগে সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৩৮। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল জেলায় ৫০ জন, পটুয়াখালীতে ৮, ভোলায় ১৬, পিরোজপুরে ২৯, বরগুনায় ৮ ও ঝালকাঠিতে ৬ জন রয়েছেন। এর আগে গতকাল বুধবার সকাল পর্যন্ত শনাক্ত হয়েছিল ৬০ জনের। গত মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছিল ৪২ জনের, সোমবার সকাল পর্যন্ত হয়েছিল ৩৮ জনের।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল আজ প্রথম আলোকে বলেন, যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে এখনো মানুষ সচেতন হয়ে স্বাস্থ্যবিধি পালন না করলে দ্বিতীয় ঢেউয়ের মতোই পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা আছে। এ জন্য মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবাকেন্দ্র, স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যবিধি পালনে উৎসাহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।