বরিশাল বিভাগে করোনা শনাক্তের হার কমেছে, মৃত্যু নেই

করোনাভাইরাস
প্রতীকী ছবি

বরিশাল বিভাগে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার আরও কমেছে। এ সময়ে ৮৮৬ জনের নমুনা পরীক্ষায় ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ৩২ দশমিক শূন্য ৫। করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।

এর আগে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে ৬৫১ জনের নমুনা পরীক্ষায় ২৩০ জনের করোনা শনাক্ত হয়; শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ৩৩। এদিন করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছিল। এর আগের দিন করোনা সংক্রমণের হার ছিল ৪৩ দশমিক ৫৩।

সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বরিশাল জেলার ১০৮ জন, পটুয়াখালীর ২৩, ভোলার ২৮, পিরোজপুরের ৪৬, বরগুনার ৩১ ও ঝালকাঠির ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

২০২০ সালের ৯ এপ্রিল বরিশাল বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হন। মহামারি শুরুর পর থেকে এ বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৮০২। তাঁদের মধ্যে মারা গেছেন ৬৮৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার কিছুটা কমলেও সংক্রমণের গতি নিয়ন্ত্রণে এসেছে, এটা বলা যাবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে।