বরিশাল বিভাগে সর্বোচ্চ শনাক্ত ৬২২, শনাক্ত ছাড়াল ২০ হাজার

করোনাভাইরাস।
প্রতীকী ছবি

বরিশাল বিভাগে করোনার সংক্রমণ ২০ হাজার ছাড়াল। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৬৩৪ জনের নমুনা পরীক্ষায় ৬২২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৮ দশমিক শূন্য ৭ শতাংশ।

আজ বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন শনাক্ত হওয়া ৬২২ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ১৭৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৮ হাজার ৭০৩ জন। এ ছাড়া পটুয়াখালীতে নতুন ৬০ জনসহ মোট ২ হাজার ৬৭৯, ভোলায় নতুন ৩০ জনসহ মোট ২ হাজার ১৪৭, পিরোজপুরে নতুন ১২১ জনসহ মোট ২ হাজার ৭০৪, বরগুনায় নতুন ৭৫ জনসহ মোট আক্রান্ত ১ হাজার ৬৪৭ জন। ঝালকাঠিতে নতুন ১৬৩ জনসহ মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৭৪ জনে। আর বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ হাজার ১৫৪।

নতুন করে মারা যাওয়া ১২ জনের মধ্যে উপসর্গ থাকা ৭ জন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ হাসপাতালে কেবল উপসর্গ নিয়ে মারা যান ৫৬৮ জন। এ ছাড়া বিভাগে নতুন করে করোনা পজিটিভি ৫ জন নিয়ে মোট মৃতের সংখ্যা ৩৩১ জন।