বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১২, শনাক্ত ৫৪৭

করোনাভাইরাসের প্রতীকী ছবি

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৭৮ জনের নমুনা পরীক্ষায় ৫৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১২ জন। আজ শুক্রবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। আর পিরোজপুর জেলার ১, বরগুনার ২ ও ঝালকাঠির ২ জন করোনায় মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ৩৩৭। এদিকে নতুন সংক্রমিত ৫৪৭ জন নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ২১ হাজার ১১৫। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৬২৯ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্র জানায়, এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আইসোলেশন ওয়ার্ডে ৫৪ জন ও করোনা ওয়ার্ডে ১৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে করোনা ও আইসোলেশন ওয়ার্ডে ২৪৪ জন রোগী চিকিৎসাধীন। এঁদের মধ্যে ৫৫ জনের করোনা পজিটিভ ও ১৮৯ করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বাসুদেব কুমার দাস বলেন, বিভাগে সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। এর মধ্যে বরিশাল নগরে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি।