বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩, শনাক্তের হার ৪৯ শতাংশ

করোনাভাইরাসের প্রতীকী ছবি

বরিশাল বিভাগে আজ শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৪ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন। একই সময়ে বিভাগে ৩২১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৫৬ জনের। শনাক্তের হার ৪৮ দশমিক ৫৯ শতাংশ। আজ বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৪ জন করোনায় মারা গেছেন। এর মধ্যে ঝালকাঠি জেলার ২ জন এবং বরিশাল ও বরগুনা জেলার ১ জন করে রয়েছেন। বাকি ৯ জন উপসর্গ নিয়ে মারা যান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশন বিভাগে। এ নিয়ে হাসপাতালে উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৫৩ জন। বিভাগে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৭৭ জন। বিভাগে করোনা রোগীর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ১৫৬ জন নিয়ে বিভাগে মোট সংক্রমণের সংখ্যা ২৫ হাজার ২৮৭।

আজ সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় নমুনা কম সংগ্রহ হয়েছে। এতে এটা ভাবার অবকাশ নেই যে সংক্রমণের গতি নিম্নমুখী হচ্ছে। বরং নমুনা কম সংগ্রহ হলেও শনাক্তের হার চূড়ায়ই আছে। ৫০ শতাংশের কাছাকাছি।