বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু

করোনায় মৃত্যু
ফাইল ছবি

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১১ জন ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়। একই সময় ১ হাজার ৬৪২ জনের নমুনা পরীক্ষায় ৪৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ভোলা জেলার ৪ জন, বরিশাল ও পটুয়াখালীতে ৩ জন করে ও পিরোজপুরে ১ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনায় মৃত মানুষের সংখ্যা দাঁড়াল ৫৪৭। উপসর্গ নিয়ে ৯ জনই মারা গেছেন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে। এ নিয়ে এ হাসপাতালে গত বছরের এপ্রিল থেকে আজ সকাল পর্যন্ত উপসর্গ নিয়ে ৮৬৯ জনের মৃত্যু হলো। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ও উপসর্গ নিয়ে ২৩ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে করোনায় ৮ জন ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৬৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বরিশালে ৫৩৭ জনের নমুনা পরীক্ষায় ১৭৭ জনের করোনা শনাক্ত হয়। পটুয়াখালীতে ৩০৮ জনের মধ্যে ৭১ জন, ভোলায় ৩৩০ জনের মধ্যে ৯৬, পিরোজপুরে ১৯৮ জনের ৫৭, বরগুনায় ১৫১ জনের ৬১, ঝালকাঠিতে ১১৮ জনের মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

চলতি আগস্ট মাসে করোনার সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি অব্যাহত আছে। স্বাস্থ্য বিভাগের উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, আগস্টের ৮ দিনে বিভাগের ৬ জেলায় ৫ হাজার ১৫২ জনের করোনা শনাক্ত হয়। পাশাপাশি এই ৮ দিনে মারা গেছেন ১৬৩ জন। তাঁদের মধ্যে ৭৮ জন করোনা পজিটিভ ছিলেন এবং বাকি ৮৫ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। বিভাগে গড় মৃত্যুর হার ১ দশমিক ৪২ হলেও বরগুনায় এ হার বেশি। এই জেলায় মৃত্যু হার ২ দশমিক ২৮ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, শনিবার স্বাস্থ্য বিভাগের কর্মীরা করোনা টিকাদান নিয়ে ব্যস্ত ছিলেন। তাই নমুনা পরীক্ষা কম হয়েছে। এ জন্য শনাক্তের সংখ্যা কমেছে বলে মনে হয়। তবে মৃত্যুর হার আগের মতোই ঊর্ধ্বমুখী।