বাঁশখালীতে নিখোঁজ চীনা শ্রমিকের লাশ ভাসছিল পুকুরে

লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন কয়লাবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ চীনা শ্রমিকের লাশ ভেসে ছিল পুকুরে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় প্রকল্প এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। গতকাল বুধবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

লাশ উদ্ধার হওয়া শ্রমিকের নাম জি কুইনজেন (৪৪)। তিনি মাউমিং কোম্পানির উপঠিকাদার সিপিপি কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি কয়লাবিদ্যুৎকেন্দ্রটির পাইপলাইনে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বেলা একটার পর নির্মাণাধীন কয়লাবিদ্যুৎকেন্দ্রের চীনা শ্রমিক জি কুইনজেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিন সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো হদিস মেলেনি। আজ সকালে প্রকল্প এলাকার একটি পুকুরে তাঁর লাশ ভাসতে দেখেন শ্রমিকেরা। পরে লাশটি উদ্ধার করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির বলেন, কয়লাবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ চীনা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাঁশখালী সদর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে শিল্প গ্রুপ এস আলমের মালিকানায় এসএস পাওয়ার প্ল্যান্ট নামে ১ হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে। চীনা প্রতিষ্ঠান সেফকো থ্রি পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এখানে অর্থায়ন করেছে। এখানে প্রায় ছয় হাজার শ্রমিক কাজ করছেন।