চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের বাঁশখালী কয়লাবিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক চীনা শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাতে হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় তিনি মারা যান। ওই শ্রমিকের নাম ডিং ওয়ি শুয়ি (৩৬)। তিনি জং জি জিয়ানয়ি নামে একটি চীনা প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেন।

কয়লাবিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, চীনা প্রতিষ্ঠান জং জি জিয়ানয়ি কোম্পানির হয়ে সোমবার বিকেলে প্রকল্পের বয়লার-১–এর ওপর কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে কপালে গুরুতর আঘাত পান ডিং ওয়ি শুয়ি। পরে তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত নয়টায় তিনি মারা যান। এ ব্যাপারে বাঁশখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এ ব্যাপারে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হুমায়ুন কবির বলেন, ‘বয়লারে কাজ করার সময় একজন চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি।’

গত বছরের ১১ আগস্টও পাইলিংয়ের কাজ চলাকালে বিশাল গর্তে পড়ে জিই কিংওয়েন নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়। এ নিয়ে কয়লাবিদ্যুৎ প্রকল্পে দুজন চীনা শ্রমিকের মৃত্যু হলো।