বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল আগামীকাল শুক্রবার খুলে দেওয়া হবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক দীন মোহাম্মদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দীন মোহাম্মদ জানান, করোনার অতিমারির কারণে দেড় বছর বন্ধ থাকার পর কাল খুলে দেওয়া হচ্ছে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩টি আবাসিক হল। তবে সব হল খুলে দেওয়া হলে শুধু সম্মান স্নাতক (চতুর্থ) বর্ষ এবং স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থীরা হলে থাকতে পারবেন। পরে বিশ্ববিদ্যালয় সব শিক্ষার্থীর করোনার টিকা গ্রহণের বিষয় এবং করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম বলেন, গতকাল সিন্ডিকেটের সভায় শুক্রবার হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে যেসব শিক্ষার্থী করোনার টিকার অন্তত প্রথম ডোজ নিয়েছেন, শুধু তাঁরাই থাকতে পারবেন। যেসব শিক্ষার্থী প্রথমে আবাসিক হলে আসছেন, তাঁদের ক্লাস বা জরুরি পরীক্ষা কখন, কীভাবে হবে, সে ব্যাপারে বিভাগগুলোর ডিনরা সিদ্ধান্ত নেবেন।

জনসংযোগ ও প্রকাশনা বিভাগ সূত্রে আরও জানা যায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের করোনা টিকার বিষয়টি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি ফরম দেওয়া আছে। ফরমটি ডাউলোড করে তা পূরণ করার পর শিক্ষার্থীদের টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হবে।