বাউফলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১৪টি দোকান পুড়ে ছাই
পটুয়াখালীর বাউফলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সৃষ্ট আগুনে ১৪টি দোকান ভস্মীভূত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের দক্ষিণপট্টি টেম্পোস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে টেম্পোস্ট্যান্ড এলাকায় মো. ফিরোজ নামের এক ব্যবসায়ীর মুদিদোকানে হঠাৎ একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
ভুক্তভোগীরা জানিয়েছেন, প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
তবে তার আগেই মো. নেছার উদ্দিনের রাইস মিল, খোকা মিয়ার সাইকেলের গ্যারেজ, মো. নিজামের ইলেকট্রিক্যাল দোকান, গৌতম সাহার ফ্রিজ ও বৈদ্যুতিক মালামালের দোকান, মো. সবুজের ইলেকট্রনিকসের দোকান, মনোরঞ্জন দাসের হার্ডওয়্যার ও ওষুধের দোকান, রণজিৎ দাসের ওষুধের দোকান, গোলাম মো. রাব্বির ওষুধের দোকান, মো. রফিকের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া রতনের চায়ের দোকান, মো. জাহাঙ্গীরের চায়ের স্টল, উত্তম সাহার মুদিদোকান ও পারভেজের মুদিদোকান আংশিক পুড়ে গেছে।
কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফয়সাল আহম্মেদ বলেন, ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছেন, তাতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।