বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ূন কবির, সম্পাদক মিজানুর রহমান

বিএনপি

দীর্ঘ ছয় বছর পর পটুয়াখালীর বাউফল পৌরসভা শাখা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার।

সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনের চত্বরে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এর কিছুক্ষণ পর বাউফল থানা-পুলিশ সভাস্থলে উপস্থিত হয়ে মাইক বন্ধ করে দেয়। এরপর সাউন্ডবক্স ব্যবহার করে সম্মেলনের কার্যক্রম চলে।

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে ২০১৬ সালের মে মাসে বাউফল পৌর বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল। ছয় বছর পর সম্মেলন হওয়ায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে বেশ উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছিল। সম্মেলনে বাউফল পৌরসভার নয়টি ওয়ার্ডের কয়েক শ নেতা-কর্মী উপস্থিত হন। বেলা দুইটা পর্যন্ত চলে ওই সম্মেলন।

ছয় বছর পর সম্মেলন হওয়ায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে বেশ উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছিল।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. আকন কুদ্দুসুর রহমান। উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন। সভাপতিত্ব করেন বাউফল পৌরসভা শাখা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবির। বক্তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রামের বিষয়ে নেতা-কর্মীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

নেতাদের বক্তব্যের পরে সম্মেলনের প্রধান অতিথি আকন কুদ্দুসুর রহমান বাউফল পৌরসভা বিএনপির সভাপতি হিসেবে বর্তমান আহ্বায়ক মো. হুমায়ূন কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মিজানুর রহমান খোকনের নাম ঘোষণা করেন।

এই কমিটিকে শিগগিরই পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ড থেকে প্রথম সারির ৫ জন করে মোট ৪৫ নেতাকে নিয়ে সভা করে ১০১ সদস্যবিশিষ্ট বাউফল পৌরসভা শাখা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি করে জেলায় পাঠানোর তাগিদ দেন আকন কুদ্দুসুর রহমান।